ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২০:২৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নুসরাত হত্যা: তদন্ত কমিটি নিয়ে মন্ত্রণালয়ের প্রশ্ন, শোকজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ফেনীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পুলিশ সদর দফতরের গঠন করা তদন্ত কমিটির গঠন ও কার্যপরিধি নিয়ে প্রশ্ন তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা। কমিটি ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিমের বিষয়ে কোনো তদন্ত করেছেন কিনা, করলে কোন এখতিয়ারবলে করেছেন তা স্পষ্ট করতে পুলিশ সদর দফতরকে চিঠি দেয়া হয়েছে।

২১ মে উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এ চিঠির বিষয়ে নানামুখী আলোচনা চলছে পুলিশ সদর দফতরে। ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের অনেক কর্মকর্তা।

চিঠিতে বলা হয়েছে  : ‘‘ফেনী জেলার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব পি কে এনামুল করিম,  অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট, ফেনীর দায়িত্বে অবহেলার বিষয়ে বিশেষ প্রতিবেদন।” 

ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘পুলিশ অধিদফতর কর্তৃক গঠিত তদন্ত কমিটির গঠন ও কার্যপরিধি এবং উক্ত তদন্ত কমিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনীর বিষয়ে কোনো তদন্ত করেছেন কিনা, করে থাকলে কোন এখতিয়ার বলে করেছেন তা স্পষ্টীকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

নুসরা নিহত হবার পরে পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক ডিআইজি এস এম রুহুল আমিনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট দফতরে গত ৩০ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। 

প্রতিবেদনে ফেনীর ৪ পুলিশ কর্মকর্তার বিষয়ে  শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব অবহেলার বিষয়টিও উল্লেখ করা হয়।