ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ২০:৫০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে নারী সাংবাদিককে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৩ জুন ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লিতে এক মহিলা সাংবাদিককে ধাওয়া করে গুলি করল দুষ্কৃতীরা। এই ঘটনায় দেমটির মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই সাংবাদিকের নাম মিতালি চান্দোলা। নয়ডায় কাজ করেন তিনি। রাত তখন প্রায় সাড়ে ১২টা। নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন মিতালি। তার গাড়িকে অনুসরণ করছিল আরও একটি গাড়ি। হঠাৎ সেটা মিতালির গাড়িকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়িতে থাকা আরোহীরা পর পর দু’টি গুলি চালায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে মিতালির হাতে লাগে।

মিতালি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। হামলাকারীরা প্রথমে তার গাড়িতে ডিম ছোড়ে। গাড়ি থামানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি গাড়ি না থামানোয় ওভারটেক করে হামলাকীরা পথ আটকে দাঁড়ায়। তারপরই গুলি চালায়।

মিতালির ওপর যে ভাবে হামলা চালানো হয়েছে, ঠিক একই কায়দায় ২০০৮ সালে রাজধানীর বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে খুন করা হয়েছিল।

-জেডসি