ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ডিএসসিসি মেয়র
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আতঙ্কিত হওয়ার মতো বিষয় না।এবিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের মূল হাতিয়ার।
তিনি বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিষয়ে জনগণের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণকে সচেতন করতে হবে।
-জেডসি
