ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ৬:৪২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইনের শাসন প্রতিষ্ঠায় এমপিদের এগিয়ে আসতে হবে: স্পিকার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

আইনের শাসন, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বুধবার সন্ধ্যায় মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশ ‘ইন্টার-পার্লামেন্টারী কো-অপারেশন : প্রিন্সিপালস, ট্রেন্ডস এন্ড ইনস্টিটিউট’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে এ অহ্বান জানান।

পরে বুধবার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন আয়োজিত দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক তিন দিনব্যাপী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি, মো. জিল্লুল হাকিম এমপি এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।