ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৯:৪০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষিত ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়ায় প্র. শিক্ষিকাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ধর্ষিত পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া প্রধান শিক্ষিকা শামিমা আক্তারকে শোকজ করা হয়েছে। 

রবিবার দুপুরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে শোকজ করেন।  নির্যাতিতা শিক্ষার্থীকে কেন স্কুল থেকে বের করে দিয়েছেন, তা আগামী তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে নোটিশে।

উল্লেখ্য, ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় গত ৮ জুলাই লৌহজং উপজেলার মেদিনীম-ল ইউনিয়নের উত্তর যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আক্তার ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেন। পরে ওই শিক্ষার্থীর মাকে ডেকে এনে মেয়েকে স্কুলে পাঠাতেও নিষেধ করেন তিনি। মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার পরামর্শ দেন প্রধান শিক্ষিকা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন জানান, ওই শিক্ষিকা নির্দিষ্ট সময়ের মধ্যে শোকজের জবাব দিতে না পারলে ঊর্র্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বর্তমানে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।