ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১০:১২:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মক্কায় বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। নিহত নারী হজযাত্রীর নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তার পাসপোর্ট নম্বর - বি এন (০২৭৪৭২২)।

সোমবার (১৫ জুলাই) সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। তিনি জানান, এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ২৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সেখানে পৌঁছান।

-জেডসি