তৃতীয় দিনেও অচল ঢাবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনেও আন্দোলন এবং বিক্ষভ মিছিল চলছে। অন্যান্য দিনের মত আজও তালা ঝুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে।
ডাকসু নেতাদের আহ্বানে সাড়া না দিয়ে অনুষদগুলোর প্রধান ফটকে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাদের আহ্বানে সাড়া না দিয়ে। আজও তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।
মঙ্গলবার ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরিক্ষা বর্জনের তৃতীয় দিন। শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবি মেনে নেওয়া ও লিখিত বিবৃতি দেওয়া।
গত রোববার থেকে শুরু হওয়া তাদের এই বর্জন কর্মসূচির প্রথম দিনের অচল অবস্থার পর ঢাবি প্রশাসন সাত কলেজের অধিভুক্তি কারণে উদ্ভূত সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
তারা বলেন, আমাদের দাবি আশ্বাস নয়, বাস্তবায়ন। আমরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করছি। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
-জেডসি
