ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১১:১১:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্রেফতার হতে পারেন আমিশা প্যাটেল!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের রাঁচির একটি আদালত। প্রযোজক অজয় কুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে যে মামলা চলছিলো, সেই ঘটনাতেই নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাঁচি পুলিশ শীঘ্রই মুম্বাইতে অভিনেত্রীর বাসায় যাবে বলে গেছে। একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।

অভিযোগকারী অজয় সিং বলেন, আমিশা প্যাটেল এবং তার ব্যবসায়ী পার্টনার কুণাল একটি সিনেমা তৈরির জন্য আড়াই কোটি রুপি নিয়েছিলেন। তারা কথা দিয়েছিলেন, ২০১৮ সালে সিনেমাটি মুক্তির পর সেই রুপি ফেরত দিয়ে দেবেন। কিন্তু, ২০১৮ সালে কোনো সিনেমাই মুক্তি পায়নি। আমরা যখন আমিশার কাছে রুপি দাবি করি; তখন তিনি তিন কোটি রুপির একটি চেক দিয়েছিলেন। সেটি আবার বাউন্স করে।

এরপর থেকে বহু বার ফোন করেও আমিশা আর কুণালকে পাওয়া যায়নি। নায়িকাকে আইনি নোটিশ পাঠানোর পরেও কোনো উত্তর দেননি আমিশা। গত বছর আমি রাঁচির আদালতে তাই অভিযোগ জানাই। এবার রাঁচির আদালত আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সম্প্রতি, আমিশার বিরুদ্ধে আগাম রুপি নিয়ে একটি অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ উঠেছে। সেটিও রাঁচির ঘটনা।

হৃতিক রোশানের সাথে ‘কাহো না পেয়ার হে’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন আমিশা প্যাটেল। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিলো তার। তারপর বেশ কিছু চলচ্চিত্রে সফলতার সাথে অভিনয় করেন এই অভিনেত্রী।

-জেডসি