ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৫:৪২:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্ষুধার্ত শিশুদের পাশে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী পপ গায়িকা জেনিফার লোপেজ সুযোগ পেলেই মানুষের কল্যাণে এগিয়ে আসেন। এবার আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বছরের খাবার অনুদান দিয়েছেন ৫০ বছর বয়সী এই তারকা। এই উদ্যোগে তাকে সহায়তা করেছেন প্রেমিক অ্যালেক্স রড্রিগেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকসবরো এলিমেন্টারি স্কুলটির শিক্ষক ব্রুক গয়েন্সের স্ট্যাটাস পড়ে আবেগাপ্লুত হন লোপেজ।

গত ২ অক্টোবর এক শিক্ষার্থী সম্পর্কে লিখেছিলেন সেই স্যার।

আমেরিকার জনপ্রিয় খাবার স্প্যাগেটি হুপস সম্পর্কে কথোপকথনের সময় শিশুটি জানায়, সে প্রতিদিনই না খেয়ে স্কুলে আসে। তাই শিক্ষকরা টাকা তুলে কিংবা ঘর থেকে এনে পরবর্তী কয়েক সপ্তাহ তাকে খাবার দিয়েছে।

তার এই স্ট্যাটাস ৪৫ হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্বসঙ্গীতের নক্ষত্র লোপেজ তাদেরই একজন।

তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি পড়ে শুধু আমার চোখেই জল আসেনি, অ্যালেক্সও কেঁদেছে।’

-জেডসি