ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ১৫:৫৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লতা মঙ্গেশকর আইসিইউতে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার

কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

ভারতীয় কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টের কারণে আজ সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই শিল্পীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছরে পা দেওয়া ভারত রত্ন লতা মঙ্গেশকর শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রাত ২টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতালের চিকিৎসক ফারুক ই উদওয়াদিয়ার অধীনে রয়েছেন লতা।

চিকিৎসক ফারুক জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হলেও কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি।

২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন উপাধি দেওয়া হয় এক হাজারের বেশি হিন্দি গানে কণ্ঠ দেওয়া লতা মঙ্গেশকরকে। এ ছাড়া তার ঝুড়িতে রয়েছে ভারতীয় জাতীয় পুরস্কারসহ অজস্র অর্জন। অপর কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে তার ছোট বোন।