ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১২:১২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। টানা ২৮ দিন ভর্তি থাকার পর শেষপর্যন্ত রবিবার সকালে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে নেয়া হয়। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে ৯০ বছর বয়সি গায়িকা স্বভাবচিত ভঙ্গীতে লেখেন, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল।

আরো একটি টুইটে তাকে সুস্থ করে তোলার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, ১০ নভেম্বর রাতে এই প্রবাদপ্রতীম শিল্পীকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। রাত দেড়টা নাগাদ পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যান।

এর আগে সোশ্যাল মিডিয়ায় আত্মীয় তথা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি কে ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন লতা। তার পরই তার অসুস্থতার খবর আসে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কপূর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল-সহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁকে।

-জেডসি