ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১১:১৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কন্যাসন্তানে বাবার আয়ু বাড়ে: পোল্যান্ডের গবেষণা

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমাদের দেশে অনেকেই আছেন যারা কন্যাসন্তান পছন্দ করেন না। কন্যাসন্তানকে বোঝা মনে করেন।তবে আপনি জানেন কী? কন্যাসন্তানের বাবারা দীর্ঘায়ুর অধিকারী হয়ে থাকেন। এখানেই শেষ নয়, যে বাবার যত বেশি কন্যাসন্তান, তিনি তত বেশি বছর বাঁচেন।পোল্যান্ডের জাগিলোনিয়ান বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি পরিচালিত এক গবেষণা শেষে এমন তথ্য পাওয়া গেছে।

সালটা ২০২০ হলেও প্রাচ্যের অনেক দেশেই পরিবারে কন্যাসন্তান জন্মালে অন্ধকার নেমে আসে। সদ্য বাবার পিতৃত্বের আনন্দ মুছে যায়। জন্মলগ্ন থেকেই তারা হয়ে ওঠেন ‘কন্যাদায়গ্রস্ত পিতা’। আমাদের দেশের পিছিয়ে পড়া বেশ কিছু গ্রামেও ছবিটা খুব কিছু আলাদা নয়।

তবে ইউরোপে ঘটছে ঠিক উল্টোটা। দেখা গেছে, কন্যাসন্তানের পিতার আয়ু তুলনামূলক বেশি হয়। তারা অন্য পুরুষের তুলনায় বেশি দিন বাঁচেন। তবে লিঙ্গ নির্বিশেষে সন্তান জন্মদান মহিলাদের আয়ু যে কমিয়ে দেয় এই ব্যাপারে সব গবেষক এক মত।

পোল্যান্ডের জাগিলোনিয়ান বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা রিপোর্টে আরো বলা হয়েছে- প্রতিটি কন্যাসন্তানের জন্য পিতা ৭৪ সপ্তাহেরও বেশি অতিরিক্ত আয়ু পান।

প্রায় সাড়ে চার হাজার মা-বাবার ওপর সমীক্ষাটি চালানো হয়েছিল। সন্তান জন্মের পর পিতার মানসিক ও শারীরিক অবস্থা কেমন থাকে সেটি পর্যবেক্ষণ করাই ছিল এই গবেষণার মূল লক্ষ্য।

-জেডসি