ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৬:২৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিথিলা-সৃজিতের সাক্ষাতে করোনার বাধা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপাতত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার। এদিকে করোনার কারণে এরইমধ্যে সব দেশের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে ভারত।

এই কারণে কিছুটা মন খারাপ সৃজিত-পত্নীর। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেনও। ফেসবুকে একটি পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন, দীর্ঘদিন পর যখন সৃজিতের সঙ্গে দেখা করার সময় হল, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এরপর শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীরজারা’ ছবির গানের কয়েকটি লাইন আওড়েছেন। ‘তেরে লিয়ে হম হ্যায় জিয়ে হোঁট কো সিয়ে।’

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন ও কিছু রাজনৈতিক ও ধর্মীয় এবং প্রাকৃতিক ও অস্বাভাবিক কারণেও তাদের দেখা হচ্ছে না বলেও জানান তিনি।

সম্প্রতি ভারতীয় একটি পত্রিকার সাক্ষাৎকারে মিথিলার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি সেদেশের নাগরিকত্ব নেবেন কি না। জবাবে অভিনেত্রী বলেন, ‘এসব অনেক জটিল বিষয়। তাই ওসব নিয়ে পরে ভাববো। আপাতত ঠিকঠাক ভিসা পেলেই হবে।’ মিথিলার দেয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রকাশিত হয়।

প্রসঙ্গত, কলকাতায় বিয়ের রিসেপশন পার্টির পর মিথিলা আপাতত নিজের দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে সৃজিত মুখার্জি তার ছবির শুটিংয়ে আফ্রিকায় অবস্থান করছেন।
-জেডসি