ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৫:০৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন জোলি-রিয়ান্না

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনা ভাইরাস আতঙ্কে তটস্থ পুরোবিশ্ব। প্রাণহানির পাশাপাশি এই ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিও মৃত প্রায়। এমন অবস্থায় এগিয়ে আসছেন বিশ্বখ্যাত তারকারা। সরকারিভাবে আর্থিক ফান্ডে সহযোগিতা করছেন অনেকে।

করোনা মহামারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি। ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন এই অভিনেত্রী। জোলি বলেন, ‘পৃথিবীতে অজস্র মানুষ এই সঙ্কটের সময় খেতে পারবে না, শিশুরা তাদের সঠিক পুষ্টি পাবে না, মানুষের মধ্যে হাহাকার বাড়বে। আমরা যারা তাদের সহযোগিতা করার জন্য ক্ষমতা রাখি তাদের এগিয়ে আসতে বলবো। এই পৃথিবীকে আমাদেরই বাঁচাতে হবে। তাই সতর্ক ও সচেতনতার পাশাপাশি এই সময়ে আমাদের আর্থিক ফান্ড প্রয়োজন।’

মার্কিন পপ তারকা রিয়ান্না মার্কিন একটি ফুড ব্যাংকে ৫ মিলিয়ন ডলার দান করেছেন। খাবারের অভাবে যেন কেউ মারা না যায় সেই প্রচেষ্টা থেকে রিয়ান্নার এই দান। তিনি বলেন, ‘একটা নিষ্ঠুর সময় পার করছি আমরা। প্রকৃতি যেন তার প্রতিশোধ নিচ্ছে। পুরো পৃথিবীর সবাইকে এক হয়ে এই সময়টা মোকাবেলা করতে হবে।’

হলিউড তারকা আর্নল্ড শোয়াজনেগার বিশ্ব সঙ্কটের এই সময়ে মেডিকেল সরঞ্জাম কেনার জন্য ৫ মিলিয়ন ডলার দান করেছেন। তিনি বলেন, ‘খুব সতর্ক থাকার সময় এখন। দূরত্ব রেখে চলতে হবে এই সময়। ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে এই সময়টাকে। প্রকৃতির শাস্তিগুলো এমনই হয়। অস্থির এই পৃথিবীর সবকিছুই স্থির এখন। আবারও হয়তো নতুন এক পৃথিবী পেতে যাচ্ছি আমরা।’

-জেডসি