ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৫:৩৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার চিকিৎসক হলেন মিস ইংল্যান্ড

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার

মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি।

মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি।

ঘাতকব্যধি করোনাভাইরাস প্রতিরোধে আবারও চিকিৎসা পেশায় ফিরলেন মিস ইংল্যান্ড- ২০১৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ভাষা মুখার্জি। দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর পুরোনো পেশায় ফেরেন ভারতীয় বংশোদ্ভূত এই বাঙালি।

২৪ বছর বয়সী এ তরুণী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চিকিৎসা পেশা থেকে দূরে সরে এসেছিলেন। ব্যস্ত সময় পার করছিলেন মডেলিং নিয়ে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে বিবেক কড়া নাড়ে ভাষা মুখার্জির। তাই ফের নিজের আসল পেশায় ফিরে আসেন তিনি।

মিস ইংল্যান্ড- ২০১৯ শিরোপা জেতার আগে বস্টনের পিলগ্রিম হাসপাতালে কাজ করতেন ভাষা। করোনাভাইসাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করলে, তার সঙ্গে যোগাযোগ করে পিলগ্রিম হাসপাতাল। এ সময় ভারতে অবস্থান করছিলেন ভাষা। পরে ইংল্যান্ডে ফিরে পুরোনো কর্মস্থলে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এর আগে ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকেন।

প্রাণের ঝুঁকি বেশি থাকলেও মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন এই সুন্দরী। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভাষা তাদের বলেছেন, এরই মধ্যে তিনি কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠান থেকে অ্যাম্বাসেডর হওয়ারও প্রস্তাব পান। কিন্তু তিনি সে পথে হাঁটেননি।

ভাষা বলেন, ‘আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তানসহ এশিয়ার আরও কয়েকটি দেশ থেকে চ্যারিটি প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছি। আমার মনে হয়েছে মিস ইংল্যান্ডের খেতাব জেতার চেয়ে মানবতার জন্য কাজ করাটাই বড়।’

ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন ভাষা মুখার্জি। নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি বিষয়ে দুটি পৃথক ডিগ্রিও অর্জন করেন। তার জন্ম ভারতে। তার বয়স যখন ৯ বছর, তখন তার পরিবার পাড়ি জমায় ইংল্যান্ডে। মেডিকেলে পড়া শুরুর কিছুদিন পর মডেলিং শুরু করেন ভাষা।