ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৪:২৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্লাউজের কাপড় দিয়ে মাস্ক বানালেন বিদ্যা!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার প্রকোপে ঘরবন্দি হয়ে তারকারা কত কিছুই করে দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবার একটি ভিডিও আপলোড করে আলোচনায় এলেন ডার্টি পিকচার খ্যাত নায়িকা বিদ্যা বালান।

কীভাবে ব্লাউজের কাপড় দিয়ে মাস্ক বানানো যায়। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেটাই দেখিয়েছেন এই বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় গণমাধ্যম এবিপির।

বিদ্যা বলেছেন, করোনা রুখতে মাস্কের ব্যবহার খুব জরুরি। কিন্তু শুধু আমাদের দেশ, নয়, গোটা বিশ্বেই মাস্ক অপ্রতুল। তবে সহজ সমাধান তো নাগালের মধ্যেই। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, ঠিক সেভাবেই বাড়িতে বসেই মাস্ক বানিয়ে ফেলতে পারি আমরা। যে কোনও কাপড়ের টুকরো নিন, ওড়না, স্কার্ফ, পুরোনো শাড়ি যাই হোক। আর লাগবে দুটি ব্যান্ড, যেমন রাবার ব্যান্ড।

মহারাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার পর বিদ্যা সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, স্বাধীনতা, সুস্বাস্থ্যের মতো যে সব জিনিস এতদিন আমরা আমাদের অধিকার হিসেবে ভেবে এসেছি, সে সবের প্রকৃত গুরুত্ব বোঝানোর জন্য ধন্যবাদ জানান করোনাভাইরাসকে।

-জেডসি