ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ৯:৫৫:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার কারণে অস্কার আয়োজন স্থগিত হতে পারে

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ পিএম, ২০ মে ২০২০ বুধবার

করোনার কারণে অস্কার আয়োজন স্থগিত হতে পারে

করোনার কারণে অস্কার আয়োজন স্থগিত হতে পারে

করোনা ভাইরাসের কারণে হলিউডের কার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী বছরের অস্কার আয়োজন স্থগিত করা হতে পারে।

আগামী ২৮ ফেব্রুয়ারি অস্কারের জমজমাট আসর বসার কথা রয়েছে। কিন্তু আয়োজনটি স্থগিত হয়ে যেতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রস্তাব নিয়ে আলোচনা কিংবা নতুন তারিখের কোন ঘোষণা দেয়া হয়নি।

দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্স এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

গতমাসে একাডেমি’র এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্বের ঘোষণামতে ৯৩ম অস্কারের আয়োজন ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি রোববার রাতে অনুষ্ঠিত হওয়াার কথা রয়েছে। এ বিষয়ে নতুন কোন তথ্য থাকলে পরে তা জানিয়ে দেয়া হবে।

এদিকে টেলিভিশনের প্রাইমটাইম এমি এওয়ার্ড পূর্ব নির্ধারিত সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ডেটাইম এমি ভার্চুয়াল ইভেন্ট হিসেবেই আয়োজিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।