ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ২:৩৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৪ জুন ২০২০ বুধবার

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান

গুরুতর অসুস্থ ভারতীয় কোরিওগ্রাফার সরোজ খান। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসের সমস্যা থাকায় সঙ্গে সঙ্গেই তার করোনা টেস্ট হয়। যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
 
হাসপাতাল সূত্র বলছে, বলিউডে কয়েক দশকের সাড়া জাগানোে এই প্রবীণ এই কোরিওগ্রাফারের শরীরে কোভিড-১৯-এর কোনও লক্ষ্মণ ছিল না। কিন্তু শ্বাসকষ্ট থাকায় বাড়তি সতর্কতা হিসেবে কোভিড টেস্ট করা হয়। আপাতত তিনি স্থিতিশীল। শ্বাসকষ্টও অনেক কমেছে। শারীরিক অবস্থার অবনতি না ঘটলে দু-একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাকে।
 
বলিউড এই মুহূর্তে ঘোরতর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।  তার মধ্যেই সরোজ খানের অসুস্থতার খবর নতুন করে আতঙ্ক ছড়ায়।
 
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সরোজ খানের সুস্থতা কামনা করেছেন অগণিত অনুরাগী। তাদের আশ্বস্ত করে ‘ধক ধক’ কোরিওগ্রাফারের পরিবার পিটিআই-কে জানিয়েছেন, ভাল আছেন সরোজ। আগের থেকে শ্বাসকষ্ট কমেছে। অবস্থা স্বাভাবিক হলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন।