ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ১২:৪৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নন্দিত অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

নন্দিত অভিনেত্রী ডলি জহুর।  ফাইল ছবি

নন্দিত অভিনেত্রী ডলি জহুর। ফাইল ছবি

দেশের খ্যাতনামা অভিনেত্রী ডলি জহুর। আজ তার জন্মদিন আজ। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রতে সমান ভাবে অভিনয় করেন তিনি। ১৬০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভাবী এবং মায়ের চরিত্রে তার অসাধারণ অভিনয় তাকে ভক্তদের হৃদয়ে চিরদিনের আসন তৈরি করেছে।

হুমায়ূন আহমেদ রচিত ‘এইসব দিন রাত্রি’ নাটকে নীলা ভাবীর চরিত্রে অভিনয় করে তিনি দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ে অভিনয় শুরু করেন ডলি জহুর। পরবর্তীতে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’। এছাড়া তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে- আগুনের পরশমণি, এবাদত, রং নাম্বার, একই বৃত্তে, কমন জেন্ডার-দ্য ফিল্ম, দারুচিনি দ্বীপ, দীপু নাম্বার টু, শুভ বিবাহ, হৃদয়ের কথা, মন বসে না পড়ার টেবিলে, মেঘলা আকাশ প্রভৃতি।

১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো ডলি জহুর শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তিনি একই পুরস্কার লাভ করেন কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য।

১৯৫৩ সালের ১৭ জুলাই কুমিল্লায় জন্মগ্রহণ করেন তিনি।