ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৯:৩৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুশান্তের জন্য মাদক আনাতেন রিয়া, স্ক্রিনশট ফাঁস

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি গত বছরের রিয়ার কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেগুলোতে দেখা গেছে রিয়া ও তার ভাই ‘ডুবি’ অর্ডার করেছেন। গুগলে ‘ডুবি’ লিখে সার্চ করে দেখা গেছে, গাঁজার তৈরি সিগারেটকে ‘ডুবি’ বলা হয়।

আরেকটি স্ক্রিনশটে দেখা গেছে স্যামুয়েল মিরান্ডা ‘ব্লুবেরি কুশ’র ছবি পাঠিয়েছেন। এছাড়াও অন্য আরেকটি স্ক্রিনশটে সিদ্ধার্থ পিঠানি নিশ্চিত করেছেন সুশান্ত ‘ডুবি’ পেয়েছেন।

‘এনআইএফডাব্লিউ’ নামে হোয়াটসঅ্যাপের এই গ্রুপ চ্যাটের স্ক্রিনশটগুলো শ্বেতা নিজের আনভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। তবে গ্রুপে কার ফোন থেকে স্ক্রিনশটগুলো নেয়া হয়েছে তা রহস্যই থেকে গেছে।

একটি স্ক্রিনশটে দেখা গেছে গত বছরের ৩০ জুলাই রিয়া কোনো একজনকে মেসেজ দিয়েছেন, ‘ডুবি লাগবে’। যার ফোনের স্ক্রিনশট নেয়া হয়েছে তিনি লিখেছেন জোগাড় করছি।

রিয়ার মেসেজের উত্তরে আয়ুশ এসএসআর লিখেছেন, রোল করছি। সিদ্ধার্থ পিঠানি লিখেছেন, মিরান্ডা পেয়েছি। শ্বেতা আরো বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন যেগুলোর সবগুলোতেই মাদক নিয়ে কথা বার্তা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, কীসের জন্য অপেক্ষা করছি? হ্যাসট্যাগে লিখেছেন, #অ্যারেস্টকালপ্রিটসঅবএসএসআর’

টুইটটি রিটুইট করে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে লিখেছেন, হোয়াট? শকড!!

আরেকটি টুইটে শ্বেতা মিডিয়ায় মিথ্যা সাক্ষাৎকার দেয়ার অভিযোগ তোলেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। সাক্ষাতকারের একটি ক্লিপ শেয়ার করে তিনি লিখেছেন, নিজের ১৭ হাজার রুপির কিস্তি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্লিজ আমাকে বলুন আপনি কীভাবে ভারতের সবচেয়ে দামী আইনজীবী ভাড়া করেছেন?

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর মাত্র ৬ দিন আগে গত একবছর ধরে সুশান্তের সঙ্গে লিভ টুগেদার করা রিয়া ওই বাড়ি ছেড়ে চলে যান। এরপর রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। বর্তমানে অভিযোগগুলো একযোগে তদন্ত করছে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি।

-জেডসি