ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৮:১৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জোর করে স্বীকারোক্তি নেয়ার অভিযোগ রিয়ার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে জানিয়েছেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে।

রিয়া চক্রবর্তী অভিযোগ জানান, মাদক নেয়ার ব্যাপারে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। তিনি সব অপরাধের স্বীকারোক্তি প্রত্যাহার করছেন। এই দাবিতে রিয়া বিশেষ আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে, বৃহস্পতিবার রিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

জামিনের আবেদনের সময় রিয়া আরও অভিযোগ করেন, জেরার সময় কোনও নারী অফিসার ছিলেন না, যা আইনানুসারে বাধ্যতামূলক।

ভারতের দায়রা আদালতের বিচারক শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই বিষয়ে নির্দেশ দেবেন বলে জানা যায়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হন রিয়া। ওই দিন রাতে তাকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে। এনসিবি-র দাবি অনুযায়ী রিয়ার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। এরই প্রেক্ষিতে বর্তমানে জেলে রিয়া। আজও তার জামিনের বিষয়ে নির্দেশ না আসায় বাইকুল্লা জেলেই রাত কাটাতে হবে।সূত্র: আনন্দ বাজার পত্রিকা।

-জেডসি