ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৬:৫৪:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে প্রেগন্যান্ট মডেল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : | আপডেট: ০৯:৩৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার

এই প্রথম নিউ ইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও প্রেগন্যান্ট মডেল। প্রেগন্যান্সি এখন আর শাড়ির আঁচল বা ঢিলে পোশাকের আড়ালে লুকিয়ে রাখার জিনিস নয়। প্রেগন্যান্সি উপভোগ করার, উদ্যাপন করার। সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, শাকিরা, সেলিনা জেটলি, করিনা কপূর সকলেরই গর্বিত প্রেগন্যান্সি ফোটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ সপ্তাহে নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো প্রেস্টিজিয়াস মঞ্চে হেঁটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রেগন্যান্ট মডেল মাইয়া রুথ লি। এই প্রথম নিউইয়র্ক ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটলেন কোনও প্রেগন্যান্ট মডেল।
ডিজাইনার মাইক একাস এবং জো লাটা-র শ স্টপার ছিলেন ৩৮ সপ্তাহের প্রেগন্যান্ট মাইয়া। আনবটনড কার্ডিগান ড্রেসের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল বেবি বাম্প। সে দিন র‌্যাম্প শো-এ উপস্থিত ভোগ রানওয়ের নিকোল ফেল্পস সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা মাত্রই তা লাইকের বন্যায় ভেসে যায়।
মাইয়া নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন তার ছবি। তিনি লিখেছেন, আমি ৩৮ সপ্তাহ অন্তঃসত্ত্বা। নিজেকে এই সময় র‌্যাম্পে দেখা দারুণ অনুভূতি। কমেন্ট সেকশনে প্রশংসার পাশাপাশি এসেছে নিন্দাও।