কাল মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘খাঁচা’
ফিচার ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
আগামীকাল দেশের ছয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘খাঁচা’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার পরিচালক আকরাম খান। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘খাঁচা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও পরচিালক নিজে।
‘খাঁচা’ মুক্তি উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিনেমার অভিনয়শিল্পী মামুনুর রশীদ ও আবুল কালাম আজাদ এবং পরিচালক আকরাম খান।
আকরাম খান বলেন, ‘এই গল্প ১৯৬৮ সালে লেখা আর আমার জন্ম ১৯৭৪ সালে। এরপরও খুব তাড়াতাড়ি সংযোগ ঘটাতে পেরেছি। দর্শক সমসাময়িকতার জন্য সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। সরোজিনী চরিত্রে জয়া আহসান অসম্ভব ভালো অভিনয় করেছেন। তাড়াহুড়োর কারণে এ সংবাদ সম্মেলনে আসতে পারেননি জয়া। আরেকটু সময় পেলে আসতে পারতেন।’
‘খাঁচা’ সিনেমায় জয়া ছাড়া আরও যারা অভিনয় করেছেন, তারা হলেন চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আকরাম খান, সাদিকা রহমান, মামুনুর রশীদ, মাহবুবা রেজানুর প্রমুখ।
রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স ছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), টি কে সিনেপ্লেক্স (সিরাজদিখান) এবং কল্লোলে (মধুপুর)।
