ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ৭:৩২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাক দিয়ে মস্তিষ্কে ঢুকতে পারে করোনাভাইরাস

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারী কোভিড উনিশ নিয়ে বিস্তর গবেষণা চলছে বিশ্বজুড়ে। গবেষকরা নতুন নতুন তথ্য মিলছে। এবার জার্মানির একদল বিজ্ঞানী তাদের গবেষণাপত্রে দাবি করেছেন, করোনাভাইরাস নাক দিয়ে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে প্রবেশ করতে এবং তাদের শ্লেষ্মায় আটকে থাকতে পারে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

করোনা যে নাক দিয়ে প্রবেশ করে ব্রেনের নিউরোন আক্রান্তের এটাই প্রথম প্রমাণ। করোনা সংক্রমণের পুরোটা সময়জুড়ে এটা স্পষ্ট হয়েছে যে, ভাইরাসটি শুধু শ্বাস-প্রশ্বাসই নয়, মস্তিষ্কে একটা প্রভাব ফেলেছে।

উদাহরণস্বরূপ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গন্ধ বা স্বাদ চলে যাওয়া, মাথাব্যথা, ক্লান্তি, ঝিমঝিম ও বমি বমিভাবের মতো ঘটনা ঘটেছে।

জার্মান বিজ্ঞানীরা করোনায় মারা যাওয়া ৩৩ জনের ময়নাতদন্ত করেছেন। তারা নাকের শেষপ্রান্তে থাকা শ্লেষ্মা এবং ব্রেন টিস্যুর নমুনাও পরীক্ষা করে দেখেছেন।

অনুনাসিক গহ্বরের শ্লেষ্মে সবচেয়ে বেশি পরিমাণে করোনার জিনগত উপাদান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া কোষকে সংক্রমিত করা কোভিড-১৯ এর স্পাইক প্রোটিন মস্তিষ্কেও পাওয়া গেছে।

চ্যারিটি ইউনিভার্সিটিসমেডিজিন বার্লিনের ডা. ফ্র্যাঙ্ক হ্যাপনার এই গবেষণার একজন সহ-লেখক। তিনি বলেন, ওলাফ্যাক্টরি মিউকোসার ভেতর ঢোকার পর ওলাফ্যাক্টরি স্নায়ুর মতো নিউরোআনাটমিকাল সংযোগ ব্যবহার করে মস্তিষ্কে প্রবেশ করছে ভাইরাসটি।

-জেডসি