ঢাকা, মঙ্গলবার ১৬, এপ্রিল ২০২৪ ১৯:৫৬:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান আর শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা ও সুচন্দা।

চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য এবার ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদানের ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে আরও জানানো হয়েছে, এ বছর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পাচ্ছেন তানিম রহমান অংশু, ছবি ‘ন ডরাই’। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফজলুর রহমান বাবু। তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ অভিনয়ের জন্য তার হাতে এই পুরস্কার উঠতে যাচ্ছে। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নারগিস আকতার, ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’।

খল চরিত্রের জন্য ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ‘সাপলুডু’র জন্য তার এই পুরস্কার। এবার সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী, সেরা গায়ক মৃণাল কান্তি দাস আর সেরা গায়িকা মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন।

অন্যদিকে, শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে চুড়ান্ত করা হয়েছে।

এবার চমক দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক। ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি এ বছর সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। আর ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’ এবং তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি।

শিগগিরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।