ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ২৩:২৩:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘খড়কুটো’ এক নম্বর, ‘মোহর’ পিছিয়ে চতুর্থ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

‘খড়কুটো’ এক নম্বর, ‘মোহর’ পিছিয়ে চতুর্থ

‘খড়কুটো’ এক নম্বর, ‘মোহর’ পিছিয়ে চতুর্থ

ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোতে জনপ্রিয়তায় ধারাবাহিকগুলোর জয়জয়কার। ধারাবাহিকতা ধরে রেখে এই সপ্তাহেও প্রথম ‘খড়কুটো’ খ্যাত সৌজন্য-গুনগুনের সমীকরণ।

বিয়েবাড়ি মানেই মেগা রেটিংয়ের শীর্ষে। ‘মোহর’ তাই-ই ঘটিয়েছিল। সেই পথে হাঁটছে এ বার ‘খড়কুটো’-ও। ধারাবাহিকতা ধরে রেখে এই সপ্তাহেও প্রথম সৌজন্য-গুনগুনের সমীকরণ। স্টার জলসার এই ধারাবাহিকের ঝুলিতে ১১.৩ পয়েন্ট। ইংরেজ সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। পেয়েছে ১১ পয়েন্ট। ১০.৯ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’।

চলতি সপ্তাহে ১০.৬ পেয়ে ‘মোহর’ পিছিয়ে চতুর্থ। ‘যমুনা ঢাকি’র সংগ্রহে ৯.৫ পয়েন্ট। রেটিং চার্টে পঞ্চম এই ধারাবাহিক। চার্টে নতুন সংযোজন ‘অপরাজিতা অপু’।

অন্যদিকে এ সপ্তাহে ৭০৪ পেয়ে প্রথম জি বাংলা। ৬৯০ পেয়ে দ্বিতীয় স্টার জলসা।

(আনন্দবাজার পত্রিকা অবলম্বনে)