ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ২১:৫১:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা হারালেন এ আর রহমান

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের সংগীত অঙ্গনের অন্যতম দিকপাল এ আর রহমানের মা করিমা বেগম। সোমবার সকালে ভারতের চেন্নাইতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের এই অস্কারজয়ী সংগীত পরিচালক মায়ের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন। যদিও মায়ের ছবি ছাড়া ওই টুইটে কোনো বার্তা ছিল না।

পরিচালক মোহন রাজার টুইটের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এ খবর প্রকাশ করেছে। এ ছাড়া, এ আর রহমানের মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাদ্যম ডিএনএ।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ আর রহমান তাঁর মায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মায়ের সংগীতের প্রবণতা এবং আধ্যাত্মিক দিক তাঁর চেয়ে অনেক বেশি। তাঁর মা-ই তাঁকে সংগীত পরিচালনা করতে বাধ্য করেছিলেন।

এদিকে এই খবর প্রকাশ হতেই শোক প্রকাশ করতে শুরু করেন রহমান-ভক্তরা। জনপ্রিয় সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এছাড়া শোক জানিয়েছেন বিনোদন জগতের বহু তারকা।

তবে কীভাবে করিমা বেগমের মৃত্যু হল, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি ছেলে এআর রহমান কিছু জানাননি। মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

এ আর রহমানের বাবা আর কে শেখর মুধালিয়ার ছিলেন চলচ্চিত্রের মিউজিক কম্পোজার। তাঁর মায়ের নাম ছিল কস্তুরি। অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় করিমা বেগম।

মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন বহু কালজয়ী গানের শ্রষ্ঠা এ আর রহমান। সে সময় এই সংগীতজ্ঞের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন মা করিমা বেগম। এবার তাকেও হারালেন।

-জেডসি