ঢাকা, সোমবার ২০, মে ২০২৪ ৬:২০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রয়াত বাবার জন্য মন খারাপ ঊষসীর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

বাবা শ্যামল চক্রবর্তীর সঙ্গে কন্যা ঊষসী চক্রবর্তী।

বাবা শ্যামল চক্রবর্তীর সঙ্গে কন্যা ঊষসী চক্রবর্তী।

ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার শ্রীময়ী সিরিয়ালের কারণে এখন আলোচিত এক নাম ‘জুন আন্টি’ অর্থাৎ ঊষসী চক্রবর্তী। নেতিবাচক একটি চরিত্রে অভিন করে তিনি বেশ সাড়া জাগিয়েছেন। এই মুহূর্তে তিনি স্টার জলসার জনপ্ৰিয় ধারাবাহিক শ্রীময়ীতে খলনায়িকা জুন আন্টির চরিত্রে অভিনয় করছেন।

ঊষসী চক্রবর্তী ভারতের কমিউনিস্ট পার্টির নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা। বাম রাজনীতিবিদ বাবাকে হারিয়েছেন বেশি দিন হয়নি।

বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির ভারতীয় ছাত্র ফেডারেশন বাম দলের সমর্থকদের উজ্জীবিত করতে তৈরি করেছে একটি প্ল্যাকার্ড। এই প্ল্যাকার্ডে বাম নেতা, মন্ত্রী, প্রয়াত শ্যামল চক্রবর্তীর ছবি। সঙ্গে দেবদীপ মুখোপাধ্যায়ের গানের লাইন, ‘প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয় নাম।’  সেই প্ল্যাকার্ড দেখে খুব মন খারাপ ঊষসীর।

বাবা থাকলে তিনিও সবার সঙ্গে নেমে পড়তেন মাঠে, ময়দানে। হঠাৎ হারিয়ে ফেলা বাবার অভাব তাই নতুন করে যেন অনুভব করছেন একমাত্র মেয়ে।

সোশ্যালে সেই ছবি পোস্ট করে অভিনেত্রীর আফসোস, ‘বাবা, ছবিটা দেখে বুকটা ধক করে উঠল। আর কটা মাস যদি সময় দিতে। কত আয়োজন ছিল এই মাসে। পাড়ায় পাড়ায় কত বক্তৃতা, স্মৃতিচারণ। তুমি ছাড়া যা অপূর্ণ থেকে যায় বরাবর...'।

ঘাড়ের কাছে শ্বাস ফেলছে একুশের বিধানসভা নির্বাচন। জোর টানাপড়েন ঘাস আর পদ্মফুলে। তার মধ্যেই  নিজেদের মতো করে ‘গড়’ সাজিয়ে নিচ্ছে বাম দল। জেলায় জেলায় দলীয় কার্যালয় উদ্ধারের পাশাপাশি সিপিআই (এম) -এর সমস্ত শাখার নেতা, কর্মীরা আয়োজন করছেন নানা সাংগঠনিক কাজ। শ্রমজীবী ক্যান্টিন, রক্তদান শিবির, সস্তায় বাজার, ফ্রি কোচিং ক্লাসের মতো একাধিক কর্মসূচি ছড়িয়ে পড়েছে শহর থেকে জেলায়।

ঊষসীর মনে পড়ছে, ‘আমাদের বসার ঘরে এই সময় কত মজার গল্প হত বল! কত পুরনো দিনের কথা! কেমন করে স্লোগান দেওয়ার সময় মুখ থেকে রক্ত উঠে তুমি সোজা চলে গেছিলে হাসপাতাল। কেমন করে আত্মগোপনে তোমার নাম হয়ে গেছিল সমীর! কেমন করে জেলে বসে তুমি আর বাকি কমরেডরা ভাগ করে নিয়েছিলে বাড়ির পাঠানো পায়েস...'।

শ্যামলবাবুর শেষ লড়াই করোনার বিরুদ্ধে, হাসপাতালে। মেয়ের লড়াই শ্যুটিং জোনে।

‘শো মাস্ট গো অন’, এই আপ্তবাক্য মেনে শ্যামল চক্রবর্তী হাসপাতালে থাকাকালীনই অভিনয়ের ময়দানে ফিরেছিলেন ‘জুন আন্টি’। পাশাপাশি, ১২ অগস্ট পিএইচডি-র থিসিস পেপারও জমা দেন। বিষয়, ‘কমিউনিস্ট পার্টিতে মেয়েদের অবস্থা ও ভূমিকা (১৯৩৮-১৯৭৭)’।

একমাত্র মেয়ের দাবি, বাবা এই দিনটি দেখতে চেয়েছিলেন বরাবর।