ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ০:১২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা আক্রান্ত সৌমিত্র-কন্যা পৌলমী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

করোনা কেড়ে নিয়েছে বাবাকে।  পৌলমী এবার নিজেও আক্রান্ত কোভিডে।—ফাইল চিত্র

করোনা কেড়ে নিয়েছে বাবাকে। পৌলমী এবার নিজেও আক্রান্ত কোভিডে।—ফাইল চিত্র

সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুর্বলতাবোধ করলেও তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।  

গণমাধ্যমকে সৌমিত্রকন্যা জানান, আমার করোনা সংক্রমণ হয়েছে। শরীর বেশ দুর্বল। তবে চিকিৎসক এখনই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেননি। বাড়িতেই থাকতে বলেছেন। তাদের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলছি।

গত বছর শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। যদিও পরে তার করোনা সেরে যায়। কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। নভেম্বরের ১৫ তারিখ তার মৃত্যু হয়। তারপর আবারও এই পরিবারে করোনা সংক্রমণ ধরা পড়ল।

সৌমিত্র চট্টোপাধ্যায় যখন কোভিডে আক্রান্ত হন, পৌলমী প্রায় গোটা বিষয়টাই শক্ত হাতে সামলেছিলেন। বাবার মৃত্যুর পরেও মনের জোর ধরে রেখে সব দায়িত্বই পালন করেন তিনি। যে দিন দেশে করোনার টিকাকরণ শুরু হল, সে দিন থেকেই চট্টোপাধ্যায়-পরিবারে আবার কোভিড সংক্রমণ, চিন্তায় ফেলেছে পরিবারের বাকিদের। যদিও পৌলমী ছাড়া পরিবারের আর কারও অসুস্থতার কথা এখনও জানা যায়নি।