ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৩:২৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবিতা# ফেরারী মন

তৌহিদা রহমান

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ এএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার

কবিতা# ফেরারী মন, তৌহিদা রহমান

কবিতা# ফেরারী মন, তৌহিদা রহমান

যদি সব ছেড়ে চলে যাই
অনেক দূরে
যেখানে গেলে দূরত্ব হয়ে যায়
সহস্রাধিক আলোকবর্ষ,
তবে কি তোমার
অন্ধকারে হাতড়ে বেড়ানো
জবুথবু, নেতিয়ে পড়া সাহস
আবার মাথা তুলে দাঁড়াবে?
আবার জেগে উঠবে তোমার
হৃদয়ে প্রবাহিত ইচ্ছে নদীতে চর?
যদি তাই হয়, তবে সন্ধ্যাতারা ;
তোমার আকাশে
দিও গো আমায় ঠাঁই,
হাজার হাজার পলক দূরেই
হোক ঠিকানা আমার।
স্পর্শের বাইরে যেন মরীচিকা হয়েই রই।
একদিন যে ছিল তোমার চোখে হারা ধন,
কি ভুলে আজ সে ই হয়েছে
তোমারই চোখের বালি।
বিনিদ্র রজনীগুলো আজও
সঙ্গীহারা, পথের খোঁজে ব্যাকুল,
রক্তচক্ষু নিয়ে ভোরের আলোতে
ফোটায় আশার কলি।
যে অনুভূতি ছিল একদিন
পরম সুখ জাগানিয়া
আজ আবাস হয়েছে তার
বিষন্ন, বেদনা, হতাশার চোরাগলি।
ক্রুদ্ধতা, ক্ষুব্ধতা দমন করো
আমি ছাড়িয়ে নিয়েছি নিজেকে
সমস্ত বিশ্বাসের, আশ্বাসের বাহুবন্ধন থেকে
ছেড়ে দিলাম সব পিছুটান
বিমূর্ত একটি রাত শুধু
কালের সাক্ষী হয়ে থাক।
নীল কষ্টগুলোকে সাগরের বুকে
মিশিয়ে দিয়েছি।
আমার দীর্ঘশ্বাসটুকু শুধু তোমার
আকাশ সীমান্তে ছড়িয়ে যাক।