ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ২১:৪১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মারা গেলেন আবৃত্তিশিল্পী ফারজানা দিনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ও আবৃত্তিশিল্পী ফারজানা ইসলাম দিনা। রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ।

এর আগে করোনা পজিটিভ হওয়ার পর ৯ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে দিনার স্বামী, আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম নাজুও চিকিৎসাধীন ছিলেন।

পরে নাজু সুস্থ হয়ে উঠলেও দিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ওই দিনই অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।

রবিবার রাতে চিকিৎসক ভেন্টিলেশন সাপোর্ট খুলে নিয়ে ফারজানা দিনাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফারজানা দিনাকে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি।

আবৃত্তিশিল্পী রানা আহমেদ জানিয়েছেন, ‘পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

-জেডসি