কবিতা# আত্মপ্রেম
ঋতা জিয়াসমিন
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৬ পিএম, ২২ মে ২০২১ শনিবার
ঋতা জিয়াসমিন
গল্পেরও শেষ আছে।
সংগীত সমাপ্ত হলে সুরের রেশ নিয়ে
ব্যথিত শূন্য মঞ্চ পড়ে থাকে।
প্রিয় মুখ দূরে সরে গেলে
স্মৃতির কালিঝুলি নিয়ে
আমিও ফিরে যাবো নিজস্ব নির্জনতায়।
এইসব বিবাদ–বিসংবাদের পরিবর্তে
‘নিরবপ্রস্থান’ শব্দটিই খুব প্রিয় হয়ে উঠবে একদিন।
