ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ৮:৩৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিতর্কিত পরিস্থিতিতে নুসরাত জাহানকে সমর্থন তসলিমার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে গত দুদিন ধরে উত্তাল টলিউডপাড়া। ছয় মাসেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকছেন এই নায়িকা। প্রেম করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। একসঙ্গে থাকছেনও। কাজেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নুসরাতের গর্ভের সন্তান নিখিলের নয়, যশের। নিখিলও বলেছেন একই কথা।

একজন সন্তানের পিতা কে, তা সবচেয়ে ভালো জানেন মা। কিন্তু সেই নুসরাতই মুখে কুলুপ এটে রয়েছেন। মা হতে চলার খবর জানালেও প্রকাশ করছেন না সন্তানের পিতৃপরিচয়। এই অবস্থায় নুসরাতকে প্রেম, বিয়ে ও মা হওয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লম্বা সবক দিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়া বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

শনিবার রাতে নিজের ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘নুসরাতের খবর বেশ চোখে পড়ছে। তিনি প্রেগনেন্ট। তাঁর স্বামী নিখিল এ ব্যাপারে কিছু জানেন না। দুজন আলাদা থাকছেন ছ’মাস হলো। তবে যশ নামে এক অভিনেতার সঙ্গে অভিনেত্রী নুসরাত প্রেম করছেন। সন্তানের পিতা, মানুষ অনুমান করছে, যশ; নিখিল নয়। খবরটি খবর না গুজব জানি না। এই যদি পরিস্থিতি হয়, তবে নিখিল আর নুসরাতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়? অচল কোনো সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। এতে দু’পক্ষেরই অস্বস্তি।’

‘যখন নুসরাত আর নিখিল বিয়ে করলেন, বেশ আনন্দ পেয়েছিলাম। ঠিক যেমন আনন্দ পেয়েছিলাম সৃজিত আর মিথিলা যখন বিয়ে করেছিলেন। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি বলে দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলে খুব স্বাভাবিক কারণেই পুলকিত হই। জাত ধর্ম ইত্যাদি দূর করতে হলে ভিন্ন জাত আর ভিন্ন ধর্মের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে। এতেই হিংসে আর হানাহানিকে হটানো যাবে। কিন্তু এত চোখ জুড়োনো জুটি যে বেশিদিন সুখে থাকবে না কে জানতো!’

‘সেদিন ব্রাত্যর একটি ছবিতে নুসরাতকে দেখলাম। ওটিই নুসরাতের প্রথম কোনো ছবি আমার দেখা। মেয়েটি অনেকটা অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, অভিনয়ও করে বেশ চমৎকার। নিশ্চয়ই মেয়েটি স্বনির্ভর। আসলে স্বনির্ভর এবং সচেতন হলে, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান যথেষ্ট থাকলে নিজের সন্তানের অভিভাবক নিজেই হওয়া যায়। নিজের সন্তানকে নিজের পরিচয়েই বড় করা যায়। পুরুষের মুখাপেক্ষী হতে হয় না। আসলে নিখিল এবং যশের মধ্যে কী এমন আর পার্থক্য! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। একজনকে ত্যাগ করে আরেক জনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা তো নয়। দ্বিতীয় বিষময় জীবন থেকে বাঁচতে তাহলে কি আবার আরেকটি বিয়ে করতে হবে? তাহলে এ রেসের শেষ হবে না, কাংক্ষিত পুরুষের দেখাও মিলবে না। স্বাধীনচেতা নারীর কাংক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়।’

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী নুসরাত জাহান যে তিনি মা হতে চলেছেন। কিন্তু সন্তানের পিতা কে তা তিনি জানাননি। তবে সবার ধারণা, এ সন্তানের পিতা যশ দাশগুপ্ত। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে চলছে হাসি তামাশা। শেয়ার করা হচ্ছে নায়িকার নানা রকম ব্যাঙ্গাত্মক মিম।

কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে বিতর্কে থাকা নুসরাত কোনো কিছুরই জবাব দিচ্ছেন না। প্রথমে তিনি বিয়ে করলেন বিক্রম ঘোষ নামে একজনকে। টাকার বিনিময়ে তাকে তালাক দিয়ে বিয়ে করলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। এবার তাকে ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন যশ দাশগুপ্তের ভালোবাসার রাজ্যে। তাই নুসরাতের ভক্তদেরই প্রশ্ন, একজন নামি অভিনেত্রী ও সাংসদ হয়ে তিনি কীভাবে জামা কাপড়ের মতো পুরুষ বদলাতে পারেন!

-জেডসি