ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১:০৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার

মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া

মানুষ হিসেবে পরীমনির জন্য আমি কষ্ট পাচ্ছি: জয়া

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ফুলে-ফেঁপে উঠেছে শোবিজ অঙ্গন। ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকাশিল্পী। তারা দাঁড়িয়েছেন পরীর পাশে। করছেন প্রতিবাদ, চাইছেন অপরাধীদের বিচার।

পরীর সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়-জগতের একজন সদস্য হিসেবে।

একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?

এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে-তা সে যেই হোক, তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানান। এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের কাছে মূল ঘটনা তুলে ধরেন পরী। এ সময় নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি।

এদিকে, আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন পরী। আজ বেলা সাড়ে ১১টায় সাভার থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামি হিসেবে ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনের নাম অজ্ঞাত রাখা হয়েছে।