ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৮:৫৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজকীয় বিবিখানা পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ এএম, ১৬ জুলাই ২০২১ শুক্রবার

রাজকীয় বিবিখানা পিঠা

রাজকীয় বিবিখানা পিঠা

বিবিখানা পিঠা; রাজকীয় ও জমকালো নামের এই পিঠার সাথে কোন বিবির ইতিহাস জড়িত আছে কি না তা জানা না গেলেও পিঠেপুলির এই বাংলাদেশে স্বনামে বহাল তবিয়তে টিকে আছে এই বিবিখানা পিঠা। প্রচলিত তথ্য অনুযায়ী, রাজা বিক্রমাদিত্যের সময় থেকে এই পিঠা চালু আছে। শুরুতে ফরিদপুর, শরীয়তপুর এবং ঢাকার বিক্রমপুর ও আশেপাশের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এই পিঠা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাচীন গ্রামবাংলায় নবান্ন উৎসবের আয়োজনে তৈরি বিভিন্ন পিঠার মধ্যে বিবিখানা অন্যতম। সময়ের প্রবাহে আজও বাংলার ঘরে ঘরে বিবিখানা পিঠা বহাল তবিয়তে রয়েছে।

এই পিঠার নানারকম তৈরি প্রণালি রয়েছে। তবে আজ লাইফস্টাইলে একটি সহজ ও বহুল প্রচলিত পদ্ধতি উপস্থাপন করা হলো। বিবিখানা পিঠা তৈরির উপকরণসমূহ হচ্ছে,

প্রয়োজনীয় উপকরণঃ
১) চালের গুড়া ৫ কাপ
২) ২ টা ডিম
৩) আধা চা চামচ বেকিং পাউডার
২) ২ টেবিল চামচ গুড়া দুধ অথবা জ্বাল করা ঘন দুধ
৩) এলাচি গুড়া আধা চা চামচ
৪) প্রয়োজন মতো খেজুরের গুড়

তৈরির প্রণালীঃ
এবার হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় কড়াইয়ে বালু দিয়ে গরম করতে হবে, এর পর পিঠার পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে ঢেকে দিতে হবে, এইভাবে ৪০ মিনিট রাখতে হবে। এরপর পাত্রটি নামিয়ে ঠাণ্ডা করে পছন্দ মতো পিস করে নিয়ে পরিবেশন করুন।