ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ৬:২৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার স্বামী, শিল্পাকে পাঁচ ঘণ্টা ধরে জেরা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফিকাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বয়ান রেকর্ড করল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। শুক্রবার অভিনেত্রীকে ‘কেনরিন’ নামে একটি সংস্থায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সংস্থাই ‘হটশটস’ অ্যাপটি তৈরি করে, যে অ্যাপের মাধ্যমে নিজের বানানো পর্ন ভিডিও প্রকাশ করতেন রাজ কুন্দ্রা।

শিল্পার কাছ থেকে এই সংস্থা, তার কর্মপদ্ধতি এবং আর্থিক লেনদেন নিয়ে জানতে চান গোয়েন্দারা। এছাড়া ‘কেনরিন’ সংস্থার সঙ্গে রাজ কুন্দ্রাদের যোগাযোগ নিয়েও প্রশ্ন করা হয় শিল্পাকে। টানা পাঁচ ঘণ্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। এ সময় সেখানে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাও উপস্থিত ছিলেন।

‘কেনরিন’ সংস্থা ছাড়াও ভিয়ান ইন্ডাস্ট্রিজ নিয়েও শিল্পাকে প্রশ্ন করেন গোয়েন্দারা। তার কাছে জানতে চাওয়া হয়, ২০২০ সালের ডিসেম্বরে তিনি কেন ভিয়ান ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। সংস্থার সঙ্গে সব সম্পর্ক কেন ত্যাগ করেন শিল্পা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

পাঁচ ঘণ্টার জেরায় উঠে আসে রাজ কুন্দ্রার পর্ন ভিডিওর শুটিং নিয়ে নানা প্রশ্নও। এই প্রশ্নের উত্তরে শিল্পা যা যা বলেছেন, সেগুলোকে প্রাথমিক বয়ান হিসাবে রেকর্ড করে নিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

পর্ন ছবি তৈরির অভিযোগে গত সোমবার গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। পুলিশ সূত্রে খবর, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও তিনি। কোটি টাকার এক বাংলোয় তিনি পর্ন ছবির শুটিং করতেন বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনার মধ্যেই শিল্পা শেঠির টুইটার হ্যান্ডেল থেকে তার ছবি ‘হাঙ্গামা টু’ নিয়ে টুইট করা হয়। নায়িকার জবানিতে সেখানে বলা হয়েছে, ‘একটি ছবি অনেক মানুষের পরিশ্রমের ফল, তাই সকলকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।’

স্বামী রাজের গ্রেপ্তারির পরই ‘হাঙ্গামা টু’ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, কোনো পরিস্থিতিতেই ছবির মুক্তি পেছাবে না। সেই মতো শুক্রবারই ছবি রিলিজ করা হলো। অনুরাগীদের ছবির পাশে থাকার অনুরোধ জানিয়েছেন শিল্পা।

-জেডসি