ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ১৯:১৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেদ ঝরাবে এলাচ, স্লিম ফিগার সময়ের অপেক্ষা

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

মেদ ঝরাবে এলাচ, স্লিম ফিগার সময়ের অপেক্ষা

মেদ ঝরাবে এলাচ, স্লিম ফিগার সময়ের অপেক্ষা

নিজেকে একটু ফিট-ফাট করে তুলতে কে চায় না। সারাবছর নানা রকম কাজের চাপে শরীরচর্চা, ওয়ার্কআউট সেইভাবে হয়ে ওঠে না। তবে চিন্তা করার কারণ নেই, আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে এলাচ।

অবিশ্বাস্য মনে হলেও এলাচের অজস্র গুনাগুণ শরীরের মেদ ঝরাতে মোক্ষম উপাদান।

ওজন কমানোর জন্য এলাচের কার্যকারিতা: ১. এলাচে রয়েছে প্রচুর পরিমানে টর্পিন, টপিনিনোল, সিনিওল, এসিটেট, টপিনিল ইত্যাদি নানা রকম রাসায়নিক উপাদান। যা শরীরের ফ্যাটবার্ন করতে সহায়তা করে। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে না।

২. পাশাপাশি এলাচ শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। যা দিনের শেষে শরীরের বাড়তি ওজন কমায়।

৩. ওজন কমানোর পাশাপাশি এলাচ বদহজম কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে এলাচ কার্যকরী। তাই খাওয়ার পর গোটা এলাচ মুখে নিয়ে চিবালে দূর হয় পাকস্থলীর সমস্যা।

৪. এছাড়াও ব্লাড প্রেসার ঠিক রাখতে এলাচ সাহায্য করে। পাশাপাশি সর্দি, কাশি, হার্টের রোগ, অ্যাসিডিটি ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাচ।

দ্রুত ফল পেতে এলাচ খাওয়ার নিয়ম: রাতে শোয়ার আগে প্রয়োজন মতো এলাচ থেঁতো করে উষ্ণ গরম পানি ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে সেই পানি ছেকে খান। নিয়মিত এই অভ্যেস করলে ওজন কমবে চটজলদি।

এলাচ পানি ছাড়াও চা বা দুধ খাওয়ার সময় কিংবা রান্নায় ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়ো।