ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৯:৩৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৪৫ বছর আগে তৈরি এই কম্পিউটারের দাম ছয় লাখ ডলার!

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

স্টিভ জোবসের তৈরি অ্যাপল-১।  ছবি টুইটার থেকে।

স্টিভ জোবসের তৈরি অ্যাপল-১। ছবি টুইটার থেকে।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতে বানিয়েছিলেন একটি কম্পিউটার। ৪৫ বছর আগে তৈরি অ্যাপলের সেই কম্পিউটার উঠবে নিলামে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হবে নিলামের অনুষ্ঠান। সেখানে অ্যাপলের সেই কম্পিউটারের দাম উঠতে পারে ছয় লাখ আমেরিকান ডলার। 

অ্যাপল তখনও প্রযুক্তি দুনিয়ায় মহীরুহ হয়ে ওঠেনি। স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতেই অ্যাপল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক দিক থেকে তাদের তৈরি সেই অ্যাপল-১ এখনকার ম্যাকবুকের ‘দাদুর দাদু’। এরকম প্রায় ২০০টি কম্পিউটার সে সময় বানিয়েছিলেন তারা। তার মধ্যেই একটি উঠতে চলেছে নিলামে।

স্টিভের তৈরি বাকি কম্পিটারের থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরনো এই কম্পিউটার। এই কোয়া কাঠ খুবই মূল্যবান। কেবলমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ। সেই কাঠের বাক্সের মধ্যে থাকা অ্যাপলের শুরুর দিনের এই কম্পিউটারের নিলাম নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।