ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৯:৩৬:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিয়েবেলে গ্রাম তো নয়, যেন আর্টগ্যালারী

কানিজ ফাতিমা সুমাইয়া

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ এএম, ১৪ নভেম্বর ২০২১ রবিবার

টিয়েবেলে গ্রামের একটি বাড়ি।

টিয়েবেলে গ্রামের একটি বাড়ি।

টিয়েবেলে, সুদূর আফ্রিকার একটি গ্রাম। এই গ্রাম সম্পর্কে জানলে আপনি চমকে যাবেন! কারণ এই গ্রামের বাড়িগুলো কোনো আর্ট মিউজিয়ামের থেকে কোনো অংশে কম নয়।

আফ্রিকার বুকিনা ফাসো ঘানার সীমান্তের নিকটবর্তী প্রত্যন্ত এই গ্রামের অধিকাংশ বাড়ি যেন এক একটি আর্ট গ্যালারি।বহু শতাব্দী ধরে এই শিল্পকে তারা ঐতিহ্য হিসেবে ধারণ করে আসছেন। গ্রামের প্রতিটি বাড়ির চিত্রকর্ম বিশেষ করে নারীরাই করে থাকেন। 

প্রতিটি চিত্রই এক একটি অর্থ বহন করছে। যেমন বন্ধুত্ব, নেতৃত্ব, পরকালের জীবন এবং আরো অনেক কিছু। 

ইউনেস্ক ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার টিয়েবেলেকে স্বীকৃতি দিয়েছে। এখানকার সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য তহবিল গঠন করা হয়েছে।