ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ৭:৩৫:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৯০ বছর বয়সী নারী রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম

কানিজ ফাতিমা সুমাইয়া

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

অ্যানেক্কা ক্যাপর্কোভা রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম।

অ্যানেক্কা ক্যাপর্কোভা রাঙিয়ে তুলেছেন নিজ গ্রাম।

ছোট্ট পোলিশ গ্রাম যেখানে প্রতিটি বাড়িতে নিখুঁতভাবে ফুল আঁকা থাকে। রঙবেরঙের বাড়িগুলোর দিকে তাকিয়ে যে কারে দৃষ্টি সতেজ হয়ে ওঠে। 

হ্যাঁ, চেক প্রজাতন্ত্রের লুকায় বসবাসকারী ৯০ বছর বয়সী এক বাসিন্দা তার গ্রামকে মনোমুগ্ধকর করে তুলেছেন। প্রতি বসন্ত এবং গ্রীষ্মে  জানালা এবং দরজা ফ্রেমগুলোকে নীল ফুলের নকশায় শোভিত করেন। এই কাজ করেই সময় কাটে তার।

অ্যানেক্কা ক্যাপর্কোভা, একজন প্রাক্তন কৃষি শ্রমিক। বছরখানেক ধরে একই কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় এক নারীর অনুপ্রেরণায় তার প্রাচীর সজ্জার শখ জন্মে। প্রাণবন্ত নীল রঙ এবং একটি ছোট ব্রাশ ব্যবহার করে তিনি ঐতিহ্যবাহি মোরাভিয়ান (দক্ষিণ চেক) শিল্পকর্ম দ্বারা অনুপ্রাণিত হয়ে ফুলের প্রাচীর মুরালগুলি তৈরি করেন।  

স্থানীয়রাভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে দারুণ প্রশংসিত হয়। এ সময় তিনি জোর দিয়ে জানান তার পেইন্টিংয়ের শখটি কেবল নিজের আনন্দের জন্য। 

চেক মিডিয়াকে অ্যানেক্কা ক্যাপর্কোভা বলেন, ‘আমি একজন শিল্পী। আমি কেবল দেয়াল চিত্র উপভোগ করছি। আমি সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করতে চাই’।