ফসলের মাঠে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষক রুমান আলী শাহ তার জমিতে ঘাস দিয়ে এঁকেছেন বাংলাদেশের ইতিহাস। তার দেশপ্রেমের এমন শিল্পকর্ম সবার মন ছুঁয়ে গেছে। এ কারণে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ভিড় করছেন তার শিল্পকর্ম দেখতে।
জানা গেছে, মহান বিজয় দিবসের ৫০ বছর। এ কারণে ফসলি জমিতে সবুজ ঘাস দিয়ে তৈরি করেছেন বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকার আকৃতি। মাঝে রক্তিম অবোয়ব। ওপরে লেখা মহান বিজয় দিবস। নীচে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুলিয়ারচর উপজেলার জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী শাহ তার ৬ শতাংশ কৃষি জমিতে এঁকেছেন বিজয় দিবস ও বাংলাদেশের প্রতীকী অনুষঙ্গ।
কৃষক রুমান আলী শাহ বলেন, আগামীতে এক একর জমিতে পুরো বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলার পরিকল্পনার রয়েছে। আমি চাই আমার এই শিল্পকর্ম সারাবিশ্বের মানুষ দেখুক। আমি আমার দেশকে অনেক ভালবাসি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফসলি জমিতে এসব করেছি।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম বলেন, রুমানের এমন সৃজনশীল শিল্পকর্ম কৃষি বিভাগের গর্ব। আমাদের কৃষি বিভাগ সবসময় তার পাশে থাকবে। এ ছাড়া বাণিজ্যিক এবং উদ্যোগী কৃষক হিসেবে আমরা তাকে পুরস্কৃত করারও উদ্যোগ গ্রহণ করব।
