যে সব নাম মেয়েদের সৎ ও যত্নশীল করে!
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম অক্ষরের প্রভাব তার জীবনে দেখা যায়। বলা হয়ে থাকে সে নাম অনুসারে মানুষের স্বভাব ও অভ্যাস বোঝা যায়। শুধু নাম দিয়েই পরিচয় নয়, একজন ব্যক্তির ভবিষ্যৎ ও ব্যক্তিত্বও সহজেই জানা যায়।
ইংরেজি কে (k) অক্ষর দিয়ে শুরু হওয়া মেয়েরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে কথা বলায় খুব পারদর্শী হয়। ছেলেরা এই নামের মেয়েদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। এই অক্ষরের নামের মেয়েরা খুবই আকর্ষণীয় হয়। জ্যোতিষীদের মতে, k অক্ষর দিয়ে শুরু নামের মেয়েদের সেন্স অব হিউমারও খুব ভালো।
তারা কথা বলতে পারদর্শী হওয়ায় মানুষ সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়। তারা তাদের সম্পর্ক হৃদয় দিয়ে পূরণ করে। এমনকি প্রেমের ক্ষেত্রেও এই নামের মেয়েরা খুব সৎ হয়। শুধু তাই নয়, যাকে সে মন থেকে ভালোবাসে তাকে ছেড়ে অন্য কারোর কাছে যায় না। তারা যত্নশীল এবং কোমল ধরনের হয়ে থাকে।
ইংরেজি পি (P) অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই মেয়েরা খুব বন্ধুত্বপূর্ণ হয়। তারা সহজেই যে কাউকে তার প্রেমে পাগল করে তুলতে পারে। কিন্তু তারা খুব নম্র ধরনের হয়। আর এই কারণে তারা অন্যদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকে। এই মেয়েরা খুব আবেগপ্রবণ প্রকৃতির হয়, যার সুযোগ অন্যরা নেয়। কোমল হৃদয়ের কারণে ছেলেরা এই নামের মেয়েদের প্রতি খুব দ্রুত আকৃষ্ট হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সব মেয়ের নাম ইংরেজি আর (R) অক্ষর দিয়ে শুরু হয় তারা সর্বদা খুশি থাকতে ভালবাসে। তারা যে শুধু একা খুশি থাকে তা নয়, তার কাছের মানুষদেরও খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে।
এই R অক্ষরের মেয়েরা সকলের সামনে সবকথা খোলাখুলি বলতে ভালবাসে। পরিবারের সুখের জন্য তারা যেকোনও কিছু করতে প্রস্তুত। যত্নশীল স্বভাবের কারণে তারা ছেলেদের প্রথম পছন্দ।
সূত্র : ওয়ান ইন্ডিয়া
