কেমন হবে ফাগুনের সাজ
অন্তরা আলম
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:৪৬ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
কেমন হবে ফাগুনের সাজ? প্রথমেই আশা যাক চুলের সাজের কথায়। ফাল্গুনের সাজ হিসেবে খোলা চুলই বেশি মানায়। তাই চুল খোলা রাখুন। আর মাথায় কাঁচা ফুলের ক্রাউন পরুন। শাহবাগের দিকে ৩০-১০০ টাকার ভেতরে পাবেন এসব ফুলের ক্রাউন। আপনার ফাল্গুনের সৌন্দর্যের মাত্রা বহুগুনে বাড়িয়ে দিবে এই ক্রাউন।
নেহাৎ যদি চুল খোলা রাখতে অস্বস্তি বোধ করে থাকেন তবে খেজুর বেনী বা খোপা করে নিতে পারেন। তাতে গাঁদা কিংবা জারবেরা ফুল জড়িয়ে নিতে ভুলবেন না যেন।
ফাল্গুনের সাজে সজীবতা ধরে রাখতে চেষ্টা করুন। ভারী মেকআপ একদমই করবেন না। মনে রাখবেন, পহেলা ফাল্গুন প্রকৃতিকে বরন করার উৎসব তাই প্রাকৃতিক থাকাই শ্রেয়। চোখে একটু কাজল লাগিয়ে নিন আর ঠোটে হালকা রঙের লিপস্টিক। এতটুকুও যথেষ্ট। বাড়তি সাজ হিসেবে চোখে হালকা শেডের আইশ্যাডো আর কপালে একটা টিপ ব্যবহার করতে পারেন।
হাতে কাঁচের চুড়ি পরুন। এক রঙের চুড়ি না পরে বিভিন্ন রঙের মিলিয়ে পরুন। ভালো লাগবে। চাইলে চিকন ফুলের মালাও হাতে জড়িয়ে নিতে পারেন।
