ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১৭:২৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার রিকশা চালক তানজিন তিশা!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার

‘রিকশা গার্ল’ নাটকের একটি দৃশ্য।

‘রিকশা গার্ল’ নাটকের একটি দৃশ্য।

শিখা, এক সংগ্রামী নারীর নাম। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায়। তবে শিখার রিকশা চালানোর পিছনে লুকিয়ে আছে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প।

শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে। আর রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া থাকে। তখন বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্যদিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়। সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘রিকশা গার্ল’।

আহমেদ তাওকীরের রচনায় এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। আর নাটকে রিকশা গার্ল হিসেবে অভিনয় করেছেন তানজিন তিশা। আর তার বিপরীতে আছেন সোহেল মন্ডল রেজাউল।

নির্মাতা রাফাত মজুমদার জানান, ‘রিকশা গার্ল’ নাটকটি প্রচার হবে ঈদে আরটিভি’র বিশেষ আয়োজনে।