ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৫:৫৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার পেলে যে নারী

ফিচার ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০২২ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েক সপ্তাহ চেষ্টার পর তোলা এই ছবিটি (দ্য বিগ বাজ) ৫৮তম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের পুরস্কার জিতিয়েছে কারিন আইগনারকে।

একটি স্ত্রী ক্যাকটাস মৌমাছিকে ঘিরে রয়েছে একই প্রজাতির অনেকগুলো পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছিগুলোর মধ্যে কোনটি স্ত্রী মৌমাছির সাথে সঙ্গমের সুযোগ পাবে?

এই বছরের (২০২২ সাল) ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরষ্কার জিতেছে কারিন আইগনারের তোলা এই ছবিটি।

কারিন আইগনার বলেন, ধুলোবালিতে উপুর হয়ে শুয়ে অনেক সময় কাটাতে হয়েছে এই ছবিটির জন্য। সে কষ্টের পুরস্কার আমি পেয়েছি।

আইগনার প্রতিযোগিতার ৫৮ বছরের ইতিহাসে পঞ্চম নারী, যিনি বর্ষসেরা ফটোগ্রাফারের পুরষ্কার পেলেন।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ারকে বিশ্বের ফটোগ্রাফি অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে বিবেচনা করা হয়। বিবিসি'র ওয়াইল্ড লাইফ ম্যাগাজিনের আয়োজনে ১৯৬৪ সালে এই পুরস্কার টি প্রথম দেয়া শুরু হয়। বর্তমানে এটির আয়োজক লন্ডনের ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম।

এই বছরে প্রতিযোগিতায় ৯৩টি দেশের মোট ৩৮ হাজার ৫৭৫টি ছবি প্রতিযোগিতার অংশ ছিল। তার মধ্যে বর্ষসেরা ফটোগ্রাফারের পুরষ্কার পেলেন কারিন আইগনার।