ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৫:২৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেলায় আকিমুন রহমানের উপন্যাস ‘নিত্য যে নদী বহে’

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা সাহিত্যের নতুন ঘরানার কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। লেখনীর মাধ্যমে যিনি তুলে ধরেন সমাজের অনালোকিত এক অতল, সংযোগ তৈরি করেন অতীত ও ভবিষ্যতের মধ্যে।

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আকিমুন রহমানের নতুন উপন্যাসি ‘নিত্য যে নদী বহে’। প্রকাশ করেছে সৌম্য প্রকাশনী।

আকিমুন রহমানের নতুন এ গ্রন্থের বিষয়বস্তু মহামারি। মহামারি মানুষকে একদিকে যেমন ঠেলে দেয় ক্ষুধা-মন্দা-দারিদ্র্যের বীভৎস চক্রের মধ্যে, তেমনি তৈরি করে মানসিক সংকট। মহামারিকালে মানুষের এই বহুমাত্রিক সংকটাপন্ন পরিস্থিতি আপন ভাষাভঙ্গির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

‘নিত্য যে নদী বহে’ উপন্যাসিকার আখ্যান উপস্থাপিত হয়েছে অভিনব এক রীতিতে। নিজের গ্রন্থ নিয়ে আকিমুন রহমান বলেন, ‘এই বঙ্গ ভূভাগ বর্তমান কাল থেকে সেই কোন সুদূর অতীত পর্যন্ত, কত রকমের মারি ও মন্বন্তরের দংশনেই না মৃত্যু-ধুকধুকন্ত হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে অপঘাতময় করুণতম মৃত্যুই হয়ে আছে এই বঙ্গজীবনের প্রধান প্রপঞ্চ। অমন মহামারির পেষণে মৃত্যুথ্যাঁতলানো হয়ে পড়ে থাকা বঙ্গের কোনো একখানে আছে সুখতী নামের এক নদী। সেই নদীর কিনারে কিনারে একা টিকে আছে একটি ভিটা। সেইখানে বসত করতে থাকা দুজন অচল ও বিপন্ন মানুষের সঙ্গে একদিন অকস্মাৎ দেখা হয় এক মেয়ের। সেই মেয়ে যেমন জানে না কী তার নাম বা পরিচয়; তেমনি অন্য দুজনেরও অজানা তাদের সাকিন/কুষ্ঠির ঠায়ঠিকানা। এমনকি তারা এও জানে না, তারা জ্যাতা না মউতা! এমনই এক গল্প নিয়ে লেখা নভেলাটি। পাঠকই করুক এ রহস্যের মীমাংসা!’

আকিমুন  রহমান সমাজকে ভাঙতে চান নিজ লেখনীর মাধ্যমে, নতুন করে লিখতে চান নারীর অব্যক্ত কথামালা। অতীতের বিশাল প্রেক্ষাপট জাদুকরী ভাষায় সংক্ষেপে ফুটিয়ে তোলেন শিল্পীর দক্ষতায়। নিত্য যে নদী বহে উপন্যাসিকাটি তার এমনই একটি প্রয়াস।

গ্রন্থ পরিচয় :

নিত্য যে নদী বহে

লেখক : আকিমুন রহমান

প্রকাশক : সৌম্য প্রকাশনী

প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর

পৃষ্ঠাসংখ্যা : ৮০

মূল্য : ২৫০ টাকা