ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৩:৫৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রেমিকাকে নোটের তোড়া উপহার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৪ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৫ পিএম, ৯ জুন ২০১৮ শনিবার

ফুলের তোড়া নয়, প্রেমিকাকে নোটের তোড়া উপহার দিলেন এক প্রেমিক। টাকা দিয়ে বানানো ফুলের তোড়া! হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল চীনে। এক ব্যক্তি তার প্রেমিকাকে জন্মদিনের উপহার হিসাবে দিলেন টাকায় সাজানো একটি বিশাল ফুলের তোড়া। যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ৪০ হাজার টাকা৷ সম্প্রতি এ ঘটনা ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ে

 

টাকা দিয়ে তৈরি ফুলের তোড়া যে হতে পারে, তা ভাবাই যায় না। এই তোড়াটি বানানোর জন্য ফুলের দোকান থেকে সাতজন কর্মীকে আনা হয়েছিল৷ তোড়াটি বানাতে সময় লেগেছে দশ ঘন্টা৷ বেইজিংয়ের চংকিং হোটেলের একটি ঘরে ওই অতি মূল্যবান উপহারটি ভদ্রলোক তার প্রেমিকার হাতে তুলে দেন। এসময় আবেগ আপ্লুত হয়ে পরেন তার প্রেমিকা। এর কিছু পরে উপহারটির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন ওই নারী। ছবিটি স্বাভাবিকভাবেই স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

 

ভালোবাসা দিয়ে গোটা পৃথিবীকে ঘিরে ফেলা যায়। তবে ভালোবাসাকে কি কখন টাকা দিয়ে বিচার করা যায়? এই প্রশ্ন চিরকালের। তবে এক্ষেত্রে সেসব বিতর্কের বাইরে গিয়ে উপহারটি যে অনন্য, সেটা বলাই যায়।