‘সাহসী ভাস্কর্যের ভুবন’ শীর্ষক ভাস্কর্য প্রদর্শনী চলছে জাদুঘরে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:০৭ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১১:৩৪ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
সম্প্রতি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ভাস্কর আইভি জামানের একক ভাস্কর্য ও পেইন্টিং প্রদর্শনী। ‘সাহসী ভাস্কর্যের ভুবন’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস।
এটি শিল্পীর চতুর্থ একক ভাস্কর্য ও পেইন্টিং প্রদর্শনী। আইভি জামান তার শিল্পকর্মে স্পেস ও ম্যাসের ভাস্কর্যভিত্তিক সম্পর্ক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার প্রতিটি ইমেজেরই একটা সুসংবদ্ধ অর্থ ও নিশ্চুপতা বিদ্যমান। আর এ নিশ্চুপতার মাঝেই তিনি পাথর, মার্বেল, কাঠ দিয়ে তৈরি করেছেন অনন্য এক অবয়ব। প্রদর্শনীর অধিকাংশ কাজই বৈচিত্রময় ও সমৃদ্ধ। অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বকীয়তা রয়েছে অনেক ভাস্কর্যে।
আইভি জামান একজন পুরোদস্তুর ভাস্কর্য শিল্পী। তার ছবির স্তুতি দেশ পেরিয়ে বিদেশে সমাদৃত। এদেশের ১২টি বিখ্যাত ভাস্কর্য শিল্প তার করা।
শিল্পী আইভি জামান অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এদেশের মেয়েরা এখনো ভাস্কর্য বিষয়ে পড়ালেখার পরেও এ নিয়ে কাজ করতে সাহস পায় না।
তিনি বলেন, এদেশের নারীদের অর্থনৈতিক মুক্তি দরকার। তাহলেই কেবল তাদের কাজের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাবে। আমি আশা করি এই প্রদর্শনী ভাস্কর্য শিল্পের প্রতি আগামী প্রজন্মকে আগ্রহী করে তুলবে।
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির এ প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য। জাদুঘর চলাকালীন সময়ে প্রদর্শনী খোলা থাকবে ১০ জুলাই পর্যন্ত।
