ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ১০:২৯:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লেগেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি— সবখানেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা। সম্প্রতি শিখরের সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পূজা দিলেন জাহ্নবী।
তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জণ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইদানিং মহাকাল মন্দিরে যাওয়ার ধুম পড়েছে বলি তারকাদের। আনুশকা-বিরাট গিয়েছিলেন পূজা দিতে। তার পর রাঘব-পরিণীতি বিয়ের দিন কয়েক আগেই পূজা দিতে যান ওই মন্দিরে। এবার পূজা দিলেন শিখর-জাহ্নবী। এতেই জোরালো হল তাদের বিয়ের জল্পনা।
বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন। 
করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল।
কিছুদিনের মধ্যেই যেন সেগুলোই সত্যি করলেন জাহ্নবী। তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, তা এখনো জানা যায়নি।
বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী।
প্রথম সিনেমায় অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক অভিনেত্রী। তবে পুরনো প্রেমিক জীবনে ফেরায় ধীরে ধীরে গভীর হতে থাকে হয় আগের সম্পর্ক।
এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা।