ঢাকা, শুক্রবার ১০, মে ২০২৪ ৯:০১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বইমেলায় আসছে আইরীন নিয়াজী মান্নার ৮টি বই

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

আমার ছড়া কথা বলে বইয়ের প্রচ্ছদ।

আমার ছড়া কথা বলে বইয়ের প্রচ্ছদ।

বাংলা একাডেমী আয়োজিত বইমেলা শুরু হচ্ছে আগামী পহেলা ফেব্রুয়ারী। এবারের মেলায় উইমেননিউজ২৪.কম সম্পাদক আইরীন নিয়াজী মান্নার মোট ৮টি বই প্রকাশিত হচ্ছে। দেশের চারটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে একুশে বইমেলা উপলক্ষে বইগুলো আসছে। 

শিশুসাহিত্যিক ও সাংবাদিক আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ’আমার ছড়া কথা বলে’ এবং ‘অণুছড়া’ প্রকাশ করছে কিশোরলেখা প্রকাশন। 

ঐতিহ্য থেকে এই লেখকের অনুবাদ করা রূপকথার বই ‘চীনের লোককাহিনি’ প্রকাশিত হচ্ছে। 

বাঙালি প্রকাশ করছে আইরীন নিয়াজী মান্নার পাখিবিষয়ক বই ‘বাংলাদেশের পাখপাখালি’। বইটিতে বাংলাদেশের ২০টি পাখির প্রত্যক্ষ বর্ণনা রয়েছে। 

মরিয়ম প্রকাশনী থেকে আসছে জাতির পিতাকে নিয়ে লেখা কিশোর কবিতার বই ‘সেই রাজপুত্তর’। 

সপ্তডিঙা প্রকাশন থেকে এবারের বইমেলায় আসছে লেখকের অনুবাদ করা চীন ‘দেশে রূপকথা’ এবং যৌথ সম্পাদনায় আসছে ‘সাংবাদিকতায় নারী: অন্তরায় ও উত্তর’। 

সাংবাদিকতার বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন আইরীন নিয়াজী মান্না ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দেব। 

এছাড়াও আইরীন নিয়াজী মান্না সম্পাদিত ছোটদের প্রিয় পত্রিকা কিশোর লেখার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত জাতির পিতাকে নিয়ে লেখা দেশের নবীন-প্রবীন লেখকদের ছড়া-কবিতা-গল্প-প্রবন্ধ-ফিচার নিয়ে একটি সংকলিত গ্রন্থ আসছে খুশবু প্রকাশন থেকে। আইরীন নিয়াজী মান্না সম্পাদিত এ বইটতে গত প্রায় দুই দশক কিশোর লেখায় প্রকাশিত প্রায় চারশত লেখা গ্রন্থিত হয়েছে।